প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২২, ৯:৪২ পি.এম
জাগ্রত ঝিকরগাছার ২য় শাখা জাগ্রত বাঁকড়ার শুভ উদ্বোধনে অভিভাবক সমাবেশ

আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা পৌর সদরের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী কোয়ালিটি ডেভেলপমেন্ট সংস্থা "জাগ্রত ঝিকরগাছা" এর ২য় শাখা "জাগ্রত বাঁকড়া’র শুভ উদ্বোধন উপলক্ষে একটি অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। "জাগ্রত ঝিকরগাছা"র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় দায়িত্বশীল অভিভাবক, সুগঠিত সমাজ বিষয়ে উক্ত সেমিনারের সভাপতি জাগ্রত বাঁকড়ার প্রধান উপদেষ্টা শিক্ষিকা ফারহানা আফরোজ চায়না প্রতিষ্ঠানটির জি. সরোয়ার শিক্ষাবাড়ির বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। বিভিন্ন কর্মক্ষেত্রের অভিভাবক বৃন্দ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন। জনপ্রতিনিধি অভিভাবক বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিস- উর-রহমান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি শ্রী রবীন্দ্রনাথ নন্দী, শিক্ষক প্রতিনিধি এম.এম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন, সাহিত্য প্রতিনিধি নগর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা প্রতিনিধি মোঃ তাজ উদ্দীন, শিক্ষার্থী অভিভাবক মাঠশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজিবুর রহমান শিশির, ক্যাম্পাস সাংবাদিক প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জয়নাল আবেদীন, ব্যবসায়িক প্রতিনিধি বজলুর রহমান, ধর্মীয় প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম সহ নানা স্তরের অভিভাবক বৃন্দ মূল্যবান মতামত প্রদান করেন। "জাগ্রত বাঁকড়া" কেন্দ্রের পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, বিশেষ করে নতুন প্রজন্মের ভেতর দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ সঞ্চারিত করা এবং তাদের কোয়ালিটি ডেভেলপ করার উদ্দেশ্যে "জাগ্রত বাঁকড়া" যাত্রা শুরু করছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.