Type to search

জলাবদ্ধতায় কেশবপুরে ৮ হাজার হেক্টর জমির সবজির ক্ষেত নষ্ট

কেশবপুর

জলাবদ্ধতায় কেশবপুরে ৮ হাজার হেক্টর জমির সবজির ক্ষেত নষ্ট

কেশবপুর প্রতিনিধ
 অতি বর্ষণে যশোরের কেশবপুর উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। মাছের ঘের, বিভিন্ন ফসল, শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পানি নিষ্কাশিত না হওয়ায় গত এক মাস ধরে ভয়াবহ জলাবদ্ধতা বিরাজ করায় ৮ হাজার হেক্টর জমি শাকসবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে কৃষক পর্যায়ে বাজারে সবজি সরবরাহ ব্যাপকভাবে কমে যাওয়ায় হাটবাজারে কাঁচা তরকারির বাজারে সবজির দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বেগুনের কেজি ১২০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি, একটি লাউ ৬০/৭০ টাকা দরে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।
  কেশবপুর গত সেপ্টেম্বর মাসে দুই দফা প্রচুর বৃষ্টিপাত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে ৩৯২ মিলিমিটার। অতি বৃষ্টিপাত জনিত বন্যা ও উজানের পানির চাপে উপজেলার ১৪৪ গ্রামের মধ্যে ১১৪ টি গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়। এ পানি নিষ্কাশিত না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা অবস্থা বিরাজ করছে। উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানাগেছে বন্যার কারণে উপজেলা ৭৮৬৪ হেক্টর জমির সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এরমধ্যে বেগুনের ক্ষেত ৬৫ হেক্টর, লাউ ৪৫ হেক্টর, ডাটা ৩১ হেক্টর, ওঁল ৬০ হেক্টর জমি, কচুর মুখি ৩৬ হেক্ট, করলা ২৩ হেক্টর, শসা ৩৪ হেক্টর, কচুর লতি ৩২ হেক্ট, মিষ্টি কুমড়া ৩০ হেক্টর ও তরমুজ ৮ হেক্টর জমি। এছাড়াও মাছের ঘের ভেড়ির উপরে লাগানো সাড়ে ৭ হাজার হেক্টর, সিম,বরবটি, পেঁপে ও টমেটোর খেত প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেছে।
   কেশবপুর পৌর শহরের পুরাতন গরুর হাটের খুচরা কাঁচা তরকারির ব্যবসায়ী মুজিবুর বলেন,  বন্যার কারণে সবজির ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়ায় তরকারির দাম ব্যাপক বেড়ে গেছে। বাজারে কাঁচা তরকারির মধ্যে বেগুন ১৪০ টাকা কেজি, সিম ১৮০ টাকা, পুইশাকের আঁটি ৪৫ টাকা, লাল ও সবুজ শাকের আঁটি ৩০ টাকা, পোটল ৬০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, ওঁল ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, ঝিংগার কেজি ৬০ টাকা, দোনদুল ৬০ টাকা, উঁচতে ১৬০ টাকা, টমেটো ১৯০ কেজি দরে বিক্রি করছে।
  কাঁচা তরকারির দাম ব্যাপক বেড়ে যাওয়ায় চাকুরীজীবি, ব্যবসায়ীসহ সকল পেশার মানুষের সংসর চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে ভুক্তভোগী মহল সূত্রে জানা গেছে।