Type to search

জনরোষ- বিলাল মাহিনী

সাহিত্য

জনরোষ- বিলাল মাহিনী

জনরোষ

-বিলাল মাহিনী-

 

প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে মজলুম,

শিক্ষকের কক্ষে তালা অনিয়মই নিয়ম।

যখন নিয়ম ভেঙে হারিয়ে যায় সমস্ত চৈতন্য,

অনন্ত অসীম ধরা দেয় তখন পঞ্চভূতের সম্মুখে।

মন-জমিন ঠিক মতো চাষ করা না থাকলে,

ভালোবাসা ঠিক মতো গজায় না।

প্রযুক্তির দুনিয়ায় ভালোবাসা-বীজ আজ দুর্লভ,

ভালোবাসা-গাছ কবে মরে হেজে গেছে,

কে রেখেছে তার খবর!

পাথর হয়ে দাঁড়িয়ে আছে দিকহারা জনরোষ।

শ্রদ্ধা-স্নেহের আলো বাতাস জলের অভাবে ঠিক মতো অঙ্কুরিত হয়নি।

আগাছা জন্মেছে ঢের! ফসল ভরেছে চিটায়।

জনতার বক্ষ লক্ষ্যে শাসনের তীর অভেদ প্রাচীর তবু ধেয়ে আসে দুঃশাসনের শিকল ভাঙতে।

জন জোয়ার সামলে ক’জন টিকেছে স্বশাসনে?