সার ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য বাতিলসহ ছয় দফা দাবিতে রোববার জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি ও বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
এতে বলা হয়েছে ভরা আমন মৌসুমে ইউরিয়া সারের মূল্য কেজিতে ছয় টাকা বৃদ্ধি করা হয়েছে। বিগত ছয় মাসের মধ্যে অন্যান্য সারের মূল্যও অস্বাভাবিকহারে বৃদ্ধি হয়েছে। বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা না পাওয়ার কারণে এবার আমন চাষে সেচের বিকল্প নেই। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সেচ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ডিজেলের দাম বাড়ার কারণে তাদের খরচ বেড়েছে। ফলে আমন চাষ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে। দেশে খাদ্য সংকট দেখা দেবে। অন্যান্য কৃষি উৎপাদনও বিপর্যয়ের মুখে।
স্মারকলিপি দেওয়ার সময় ওয়ার্কার্স পার্টির (মার্কসাবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, ক্ষেত মজুর সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.