Type to search

ছিনতাই, চুরি সহ বিস্ফোরক আইনে চলমান মামলার আসামী হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার।

অপরাধ

ছিনতাই, চুরি সহ বিস্ফোরক আইনে চলমান মামলার আসামী হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ১০/০৫/২২ খ্রিঃ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীণ বেজপাড়া এলাকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং ৭০, তারিখ- ১৬/০৮/২০২১ ইং ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ দন্ডবিধি মূলে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী (ক) মোঃ মেহেদী হাসান @ ডলার (২০), পিতা- মোঃ আঃ খালেক, সাং- বেজপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উপরোক্ত স্থানে অভিযান পরিচালনা করে, একই তারিখ ১৪.৩০ ঘটিকায় আসামী মোঃ মেহেদী হাসান @ ডলার (২০)’কে গ্রেফতার করেছে । এছাড়াও ধৃত আসামী মোঃ মেহেদী হাসান @ ডলার (২০) এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা, বিস্ফোরক আইনে মামলা ও চুরি সহ ভয়ভীতি প্রদর্শন পূর্বক ক্ষতি সাধনের মামলা চলমান রয়েছে।

পরবর্তীতে ধৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।