প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২২, ৬:৩২ পি.এম
ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের প্রাণ গেল

খুলনা প্রতিনিধি: খুলনার মিস্ত্রীপাড়া এলাকায় ভবনের নির্মাণকাজ করার সময় ছাদ থেকে পড়ে রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকালে তার মৃত্যু হয়।
রেজাউল করিম কয়রা মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত হোসেন সরদারের ছেলে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন মিস্ত্রিপাড়া বাজারের পেছনে আমিনুর রহমানের বাড়ির তিন তলায় নির্মাণকাজ করছিলেন রেজাউল করিম। এ সময় হঠাৎ দুর্ঘটনাবশত পা পিছলে ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.