স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন যশোরের কৃতিসন্তান অতনু বর্মন।
তিনি যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়া নিবাসী এবং চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র বর্মনের পুত্র।
ছাত্রলীগের জাতীয় সম্মেলনের ৭ মাস ৭ দিন পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিজ্ঞপ্তিতে দেওয়া কমিটির তালিকায় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন অতনু বর্মন।
উল্লেখ্য অতনু বর্মন দীর্ঘ ২৮ বছর পর হওয়া ডাকসু নির্বাচনে জগন্নাথ হল ছাত্র সংসদে সর্বোচ্চ ভোট প্রাপ্ত হয়ে এজিএস নির্বাচিত হন।এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.