বিশেষ প্রতিনিধি
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর হামলার ঘটনায় ১৬ মামলার আসামি আলামিন ওরফে চোর আলামিনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলামিন টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে এবং মামলার এজাহারভুক্ত আসামি।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, ডিবির এসআই কামাল হোসেনের নেতৃত্বে আলামিনকে আটক করেন তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে এবং তিনি চিহ্নিত চোর। রাতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে, তবে প্রধান আসামিরা রাতিন, রোহান, তুহিন ও সুহিন এখনো পলাতক।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সিটি কলেজের শিক্ষার্থী আদরকে মারধরের জের ধরে ছাত্রদল নেতা সোহানের ওপর আশ্রম রোডে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় সোহান গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.