শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ আজ শুক্রবার দুপুর ১২ টার সমায় চৌগাছা বিখ্যাত কৌতুক অভিনেতা দুখু মিয়া বিদ্যৎ স্পর্শে মারা গেছে।
জানা যায় চৌগাছা বাজার থেকে বাড়ী ফিরে নিজ বাড়ী বেড়গবিন্দপুর নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিল এমন সমায় জুম্মার নামাজ পড়বে বলে তরিঘড়ি কওে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে চৌগাছা সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য ডাক্তার মৃত্য ঘোষনা করেন।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী তার মৃত্যুর সত্যতা নিচত করেন।নিহত দুখু চিত্রজগতের বিভিন্নঅভিনেতারঅভিনয় নকল করে বিভিন্ন অনুষ্ঠানে মানুষের বিনেদোন দিতেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.