চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা ২০০ বোতল ফেনসিডিলসহ স্বপ্নন বিশ্বাস সাগর(২২)ও নাদীম হোসেন(২৩)আটক করে থানায় পুলিশ । মঙ্গলবার (৩১মে) অনুমা রাত ৮টা৩০মিনিটে থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজের ওপার চৌগাছা টু মহেশপুর সড়কের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সামনে যাদবপুর পুড়াপাড়া হতে প্যালসার মোটর সাইকেল করে ২০০ বোতল ফেনসিডিল বহন করে আসছিল। থানার পুলিশ এসে আই বিপ্লব সরকার নেতৃত্বে এস আই বাচ্চু শেখ,এ এস আই আরিফ হোসেন , সহ পুলিশ সদস্য উপস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের নামক স্থানে ২০০বোতল ফেনসিডিল গ্রামার বাড়ি যশোর রেল গেট তেতুলবাড়িয়া, থানা কোতোয়ালি জেলা যশোর মৃত আইয়ুব আলী ছেলে স্বপন বিশ্বাস সাগর (২২) একেই ঠিকানায় গোলজারের ছেলে নাদীম হোসেন (২৩) ২০০ বোতল ফেনসিডিল ও প্যালসার মোটরসাইকেল সহ , দুইজনকে আটক করে চৌগাছা থানার পুলিস। চৌগাছা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.