চৌগাছা হাসপাতালে অক্সিমিটার প্রদান

চৌগাছা (যশোর) প্রতিনিধি
শোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি পালস অক্সিমিটার দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য এবং চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অমিত কুমার বসু।
সোমবার দুপুর ১টায় অমিত বসুর পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহারের কাছে এগুলো হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রল্লাদ ঘোষ। এসময় অন্যান্যের মধ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) সমিতির সভাপতি নান্নু মিয়া উপস্থিত ছিলেন।