চৌগাছা স্বেচছাসেবক লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত

শ্যামল দত্ত (যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় ৩ রা নভেম্বার জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে ভাস্কার্য মোড়ে বঙ্গবন্ধু মর্যালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৪.টার সমায় প্রেসক্লাবে উপজেলা স্বেচছাসেবক লীগের উদ্যোগে ৩রা নভেম্বার জেল হত্যা দিবস পালিত করেন। উপজেলা স্বেচবছাসেবক লীগের আহবাযক ও প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রেন্টিুর সভাপতিত্বে শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নানায়নপুর ইউনিযন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম.পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন,সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান সুমন,জগদীশ পুর ইউনিযন স্বেচছাসেবক লীগের সভাপতি তপন কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক তাসিকুর রহমান,সিংহঝুৃলী ইউনিয়ন স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ন –সাধারণ সম্পাদক রাহাযন মীন,সুখপুকুরিয়া ইউনিযন সভাপতি আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক কবির হোসেন সহ পৌর ও ইউনিযন নেতা বৃন্দ উপস্থিত ছিলেন।