চৌগাছা স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয় এর নির্বাচন সম্পন্ন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে সোরোয়ার প্যানেল বিজয় করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) সকল ১০ থেকে বিকাল ৪ পর্যন্ত বিদ্যালয়ের চত্বরে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
যানা যায়, দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার স্কুলটির ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন ধার্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। সারাদিন খুব সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে সরোয়ার প্যানেল বিজয়ী হয়েছেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন জনি আহমেদ, ৯৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সাইফুল ইসলাম, ৯৮ ভোট পেয়ে লাল্টু তৃতীয় ও ৯৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন কামাল হোসেন। এছাড়া বাকি ১৩জন প্রতিদ্বন্দি ছিলেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।