চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সির পুনর্মিলন

শ্যানল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সলের এস এস সি ব্যাচের পুনর্মিলনের প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২m এপ্রিল) সদ্ধ্যা
সাড়ে ৭ টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ প্রঙ্গনে এক আলোচনা সভায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ সালের এস এস সি ব্যাচের শিক্ষাথী ডাঃ মিজানুর রহমান সভাপতিত্বে ও
৮৮ ব্যাচের ছাত্র গাজী আলাউদ্দিনের সঞ্চালন বক্তব্যদেন ১৯৬৯ এস এস সি ব্যাচের ছাত্র রফি উদ্দিন বিশ্বেস, ১৯৮১ ব্যাচের ছাত্র সেলিম রেজা আওয়ালীয়ার , ১৯৮৭:ব্যাচের ছাত্র মাসুম হোসেন খায়রুজ্জামান ও আব্দুল জলিল,
৮৩ ব্যাচ ছাত্র আব্দুল মান্নান, ৮১ ব্যাচের ছাত্র নির্মল কুন্ডু, ৮৯ ব্যাচের ছাত্র আবুল কালাম আজাদ, ৯১ ব্যাচেরব ছাত্র জাফর ইকবাল ৯৭ ব্যাচের ছাত্র শ্যামল দত্ত, ৯৯ ব্যাচ ছাত্র অমিদুল ইসলাম, ২০১৯ ব্যাচের ছাত্র জিসান, সহ বিভিন্ন এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
।