চৌগাছা সঞ্চাডাঙ্গা ও কাকুড়িয়া (এস এন্ড কে) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে শেখা আনোয়ার প্যানেল বিজয়

শ্যামল দত্ত/জাহিদ হাসান চৌগাছা থেকে ঃ
চৌগাছা সাজাডাঙ্গা ও কাকুড়িয়া(এস এন্ড কে) মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে শেখ আনোয়ার হোসেনের প্যানেল নির্বাচিত হয়েছেন। রবিবার সকালে ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত সঞ্চাডাঙ্গা ও কাকুড়িয়া (এস এন্ড কে) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যাজিক কমিটির নির্বাচনে শেখ আনোয়ার হোসেনের প্যানেলের সদস্যবৃন্দ বিজয় হোসেন তারা হলেন কামাল হোসেন ১১৩ ভোট পেয়ে বিজয় হয়েছেন, মোঃ মফিজুর রহমান ১১২ভোট পেয়ে বিজয় হয়েছেন,হযরত আলী ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,মাধুরী রানী ঘোষ ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, কামাল ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজজামান, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী এস এম মাসুদুর রহমান সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গণ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ নির্বাচন সার্বিক সহযোগিতা করেছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহজ সহ পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন।