চৌগাছা মৎস্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল নিধন
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
চৌগাছায় জাতীয় মৎস্য উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস ও দুটি দোকানে জরিমানা। মঙ্গলবার (২৬ জুলাই) মাদ্রাসা রোডে ইয়াকুব আলী (২৩) সুতা ও দড়ির দোকানে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রয় করায় ১০০০ টাকা জরিমান ৬০হাজার টাকার কারেন্ট জাল আটক ও আবু সালেহ সুতা ও জাল বিক্রেতার দোকানে কারেন্ট জল রাখার অপরাধে ১০০০/টাকা জরিমান, অবৈধভাবে ৪২০০০/_টাকার কারেন্ট জাল রাখাই
জাল আটক করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন (ভূমি)সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ এই সমস্ত উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, হারুন অর রশিদ, ভূমি অফিসের পেশকার ইউসুফ আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানদারকে সতর্ক করে দেন এবং অবৈধভাবে কারেন্ট জাল বিক্রয় যাতে না করে সচেতনতা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.