চৌগাছা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম রেজাকে বিজয় করার লক্ষ্যে বৈদুৎতিক বাল্ব মার্কার ব্যাপক গণসংযোগ।

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম রেজা বাল্ব মার্কা বিজয় করার লক্ষ্যে দিন ব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।রবিবার (১২ মে)দিন দিনব্যাপী গণসংযোগ করেন উপজেলার পাশাপোল ইউনিয়ন,ফুলসারা ইউনিয়ন, ধুলিয়ানী ইউনিয়ন ও পৌরসভা সহ ব্যাপক গণসংযোগ করেন। এময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আওরঙ্গদেব চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম রকি,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, ছাত্রলীগের নেতা আকরামুল, সন্দীপ ঘোষ, রাব্বি, সুজন সহ স্থানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।