চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় সেচ্ছাসেবী সংগঠন চৌগাছা বøাড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চৌগাছা কামিল মাদরাসা প্রাঙ্গণে অর্ধশত মানুষের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেজে রয়েছে সেমাই, চিনি, লাচ্চা, গুড়া দুধ, সয়াবিন তেল, নুডুলস, জিরা, মসলা, শুকনো ঝাল, সাবান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা বøাড ফাউন্ডেশনের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সহ-সাধারণ সম্পাদক নয়ন হোসেন, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম মিশু, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক তানজিল ইসলাম, রক্তদান বিষয়ক সম্পাদক সজিব হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি আবুল বাসার বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। সমাজের গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খিদের অর্থায়নে বিগত কয়েক বছরের ন্যায় এবারও বিতরণ করা হলো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.