Type to search

চৌগাছা বাজার ব্যবাায়ী সমিতির সভাপতি আওলিয়ার সম্পাদক হাসিব

জাতীয়

চৌগাছা বাজার ব্যবাায়ী সমিতির সভাপতি আওলিয়ার সম্পাদক হাসিব

শ্যামল দত্ত চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় শহরের রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও সাবেক পৌর মেয়র নুরউদ্দীন আল মামুন হিমেল। বক্তৃতা করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কেনায়েত আলী, সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার,শামীম রেজা কচি ও পৌর কাউন্সিলর আনিচুর রহমান প্রমুখ।
বক্তৃতা শেষে বাজারের উপস্থিত সকল ব্যবসায়ীর কন্ঠ ভোটে ৩ বছর মিয়াদে বাজার ব্যবসয়ী সমিতি কমিটি গঠন হয় সেলিম রেজা আওলিয়ারকে সভাপতি, সিনিয়ার সহ-সভাপতি শামিম রেজা কচি,  হাজী হাসিবুর রহমান হাসিবকে সাধারণ সম্পাদক, সহ – সভাপতি ডাঃ জিল্লু রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাহেব, সহ-সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক এস এম ফসিউজ্জামান লোটন ও বিএম হাফিজুর রহমানকে অর্থ সম্পাদ করে মোট ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
নির্বাচিত সভাপতি সেলিম রেজা আওলিয়ার বলেন, এ কমিটির মেয়াদকাল তিন বছর।