চৌগাছা বাজার ব্যবাায়ী সমিতির সভাপতি আওলিয়ার সম্পাদক হাসিব

শ্যামল দত্ত চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় শহরের রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও সাবেক পৌর মেয়র নুরউদ্দীন আল মামুন হিমেল। বক্তৃতা করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কেনায়েত আলী, সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার,শামীম রেজা কচি ও পৌর কাউন্সিলর আনিচুর রহমান প্রমুখ।
বক্তৃতা শেষে বাজারের উপস্থিত সকল ব্যবসায়ীর কন্ঠ ভোটে ৩ বছর মিয়াদে বাজার ব্যবসয়ী সমিতি কমিটি গঠন হয় সেলিম রেজা আওলিয়ারকে সভাপতি, সিনিয়ার সহ-সভাপতি শামিম রেজা কচি, হাজী হাসিবুর রহমান হাসিবকে সাধারণ সম্পাদক, সহ – সভাপতি ডাঃ জিল্লু রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাহেব, সহ-সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক এস এম ফসিউজ্জামান লোটন ও বিএম হাফিজুর রহমানকে অর্থ সম্পাদ করে মোট ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
নির্বাচিত সভাপতি সেলিম রেজা আওলিয়ার বলেন, এ কমিটির মেয়াদকাল তিন বছর।