Type to search

চৌগাছা পাশাপোল ইউনিয়নে ঈদুল আযহার উপলক্ষ ভি জি এফের চাল বিতারণ

চৌগাছা

চৌগাছা পাশাপোল ইউনিয়নে ঈদুল আযহার উপলক্ষ ভি জি এফের চাল বিতারণ

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাশাপোল ইউনিয়নে ভি জি এফের চাল পেল ১১৪৫ জন সাধারণ মানুষ। শুক্রবার ( ১৪ জুন) সকাল ৯ থেকে দিনব্যাপী ১১৪৫ জন অসহায় সাধারণ মানুষের মাঝে ভি জি এফের চাল বিতারণ করেন ইউনিয়ন চেয়ারম্যান অবাইদুর রহমান সবুজ এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপসহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম,উইপি সচিব মনিরুল ইসলাম, ইউপি সদস্য গোবিন্দ ঢালী, আলী কদর,কিতাব আলী,রাজু আহমেদ, আমিনুর রহমান, শওকত আলী, জিয়াউর রহমান, আব্দুল মজিদ, জাহিদ হাসান, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য রোমেনা বেগম,জেসমিন নাহার, নাজরিন নাহার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।