শ্যামল দত (যশোর) প্রতিনিধিঃ
চৌগাছায় পলুয়া সার্বজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রঙ্গমে শ্রী শ্রী তারকবব্রক্ষ মহানাম যজ্ঞ ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত। ৩০শে ফাগ্নুন (১৪মার্চ) মঙ্গলবার শুভ অধিবাস। মহানাম সংকীর্তন বুধবার ও বৃহস্পতিবার ( ১৫মার্চথেকে১৬মার্চ) অনুষ্ঠিত হয়েছে। ২চৈত্র শুক্রবার(১৭মার্চ) নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ নগর প্ররিক্রমা শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধানা ও মধ্যাহ্নে মহাপ্রভুর মহা প্রসাধ বিতারণ। মহানামযজ্ঞ সার্বিক পরিচালনা করেন পলুয়াসার্বজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি সরজিৎ বিশ্বাস,সাধারণ সম্পাদক গোকুল বিশ্বাস,কোষাধক্ষ্য নিতাই বিশ্বাস,উপদেষ্টা দুখিরাম বিশ্বাস,অশোক নিঃ,বিমাল বিঃ,ঠাকুর দাশ,সার্বিক সহযোগিতা করেন রনজিৎ পাল,ভিম,সৌরভ,রামপ্রসাদ,মানিক,অপূব,গৌতম বিঃ
সঞ্জয়, সোনা,শিমুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষ্ণ ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.