
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় নারায়নপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিএনপি ‘র চেয়ারপার্সন ও সাবেক ৩ বার প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শনিবার বাদ আছর পরে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টার সময় ঝউতলা বাজার চত্বরে কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মন্টু,পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুগ্ন আহবায়ক আলম দফাদার ও মনিরুজ্জামান , যশোর জেলা কষকদলের সদস্য ফুল মিয়া ও আবুল হোসেন। উপজেলা কৃষক দলের সভাপতি আজগার আলী ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইটালী প্রবাসী জেলা লির্ভন জেলা প্রতিষ্ঠাতা বিএমপির সভাপতি আপিল উদ্দিন দফাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকী,যশোর জেলা বিএনপির ওলামা দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়ার সহ সভাপতি মিজানুর রহমান ও সহ সভাপতি বিল্লাল হোসেন মল্লিক, যুবদল নেতা কামরুল ইসলাম ও সেলিম রেজা, পৌর কৃষক দলের সভাপতি মিলন হোসেন, ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নারায়নপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হোসেন সহ ইউনিয়মসহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । কোরআন খতম করেন হাফেজ মাওলানা ফয়সাল হোসেন, দোয়া মাহফিল পরিচালনা জাহানারা মহিলা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান ।
উপজেলা, পৌর সদর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত করেন।

