
শ্যামল দত্ত (যশোর) চৌগাছা : যশোরের চৌগাছা থানার এস আই বিকাশ চন্দ্র সরকার যশোর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হা ও য়া ক্রেস্ট সম্মাননা লাভ করেন। ১১ ই জুলাই অনুমান রাত ৮ দিকে চৌগাছা থানা অফিসার ইনচার্জ নিজ কার্যালয় যশোর জেলা পুলিশ সুপার পিপিএম (বার ) পিপিএম প্রলয় কুমার জোয়ারদার মহোদয় পক্ষ থেকে যশোর জেলার শ্রেষ্ঠ এস আই সম্মাননা ক্রেস্ট তুলে দেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ।উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ গোলাম কিবরিয়া, এস আই মেহেদী হাসান, রাজেশ দাস, বিপ্লব সরকার, আশিকুর রহমান, নূর উননবী, এনামুল হক, মিজানুর রহমান, বাচ্চু শেখ। এ ইসআই বাবুল আক্তার, মিজানুর রহমান, শুভেন্দু পাল, সাইদুল ইসলাম, আব্দুল মান্নান সুমন হোসেন ইব্রাহিম জিতু আলী সহ পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন

