শ্যামল দত্ত(যশোর) চৌগাছ থেকে ঃ যশোরের চৌগাছায় থানার উদ্যোগে মাস্ক বিতারণ লকডাউনের সচেতণা মুলক মাস্ক ব্যাবহার উদ্বুদ্ধ করণ র্যালী হয়। ২জুন রোজবুধবার চৌগাছা থানার উদ্যোগে ঘরে থাকুন নিরাপদে থাকুন, মাস্ক পরা অভ্যস, করোনা মুক্ত বাংলাদেশ,স্বাস্থ্যবিধি মেনেচলুন, নিজে সুরক্ষিত থাকুন এই শ্লোগান সামনে রেখে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, চৌগাছা থানার চৌকস অফিসার ইনজার্চ সাইফুল ইসলাম সবুজ বলেন সরকারের নির্দেশ অনুজায়ী সিমান্ত জেলা গুলো করোনা বৃদ্ধি পেয়েছে।চৌগাছা সিমান্ত উপজেলা প্রতিনিয়ত করোনা সম্পর্কে সচেতন করেছি সমাজিক দুরত্ব বজায় রেখে কর্মস্থাল কাজ করতে হবে এবং সবায়কে মাস্ক বাবহার করার জন্য সচেতন করেতুলছি অবশ্যই করোনা মুক্ত উপজেলা হিসাবে মডেল হয়ে থাকবো । উপস্থিত ছিলেন তদন্ত ওসি গোলাম কিবরিয়া,এস আই মেহেদীহাসান,বিকাশ চন্দ্র সরকার,সৈয়দ আশিকুর রহমান,রাজেশ কুমার দাশ,বাচ্চু শেখ,নুরউননবি,বিপ্লব সরকার,এম এ কুদ্দস,এ এস আই মিজানুর রহমান,বাবুল আক্তার,শুভেন্দু কুমারপাল, সাইদুল ইসলাম,কাজী আব্দুল মান্নান, সুমন হোসেন,ইব্রাহীম রাসেল সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.