চৌগাছা তিনদিন ব্যাপি কৃষি মেলা সমাপ্তি

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় কন্দল ফসলের ৩ দিন ব্যাপি কৃষি মেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি মেলার সমাপনি অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান, উদ্ভীদ সংরক্ষণ শামীম খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশ্বজিৎ রায়,রাশেদুল ইসলাম, নাজমুল ইসলাম সহ কন্দেলী ফসল মেলার চাষি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্টল দেওয়া সফল চাষীদের সম্মাননা স্মারক বিতারণ করা হয়েছে।