চৌগাছা (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় চুরি হয়ে যাওয়া ২টি গরু উদ্ধার করল চৌগাছা থানার পুলিশ। গত ২৯ শে ডিসেম্বর রোজ বুধবার ভোর রাতে চৌগাছা ফুলসারা ইউনিয়নে সলুয়া গ্রামে থেকে মিলায়েত হোসেনের ছেলে শাহিন কবির (৩৭) গরু গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে ২টি চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া গরুর মালিক ফোন করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ কে অবহিত করেন তখন থানার টলরত এস আই বিপ্লব সরকারের নেতৃত্ব সঙ্গি ফোর্স পলিশ সদস্য নিয়ে নিল পিকআপ গাড়ি টি মহেশপুর রোডে যেতে দেখে পিছন থেকে ধাওয়া করেন ভোর ৪.৩০ মিঃ চৌগাছা থানা অধিন গুয়াতলী নামক স্থান থেকে আটক করেন আসামি চোর সদস্য হালিম (৩৫) পিতা ঃ ওয়াজেদ শেখ,গ্রাম ঃ তালিমপুর থানা রুপসা,জেলা খুলনা । সহযোগী চোর সদস্য পালিয়ে যায় । ঘটনা স্থান থেকে নিল রঙের পিকআপ গাড়ি ২ টি গাভী গরু জব্দ করেন চৌগাছা থানার পুলিশ। গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা করেন ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.