শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় গল্প কুঠির রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫মার্চ) দুপুর আড়াইটার দিকে পুরতান সোনালী ব্যাংক ভবনে অবস্থিত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসএ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার অলক বিশ্বাস ও পুলিশ সদস্য । এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীসহ নানা অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আরিফ হোসেনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার লঙ্গনের কারনে রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.