চৌগাছা গলায় ফাঁস দিয়ে এক দোকানদার আত্মহত্যা

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় গলায় র্ফাস দিয়ে মিজানুর রহমান (৬০) এক দোকানদার আত্মহত্যা করেছে।শনিবার (২৭মে) দুপুর ১.৪০মিঃ অনুমান সমায় চৌগাছা – কোটচাঁদপুর রোডে থানার সামনে রাস্তার পাশে পৌর এলাকায় থানাপাড়া এই দুর্ঘটনা ঘটে। মৃত
মিজানুর রহমান উপজেলা পৌর এলাকায় থানাপাড়া মুদি দোকানদার সে মৃত রফিউদ্দিন এর ছেলে। মৃত মিজানুরের স্ত্রী শেফালী বেগব বলেন আমার স্বামী সকাল থেকে দোকান খুলিনি আমি সকাল ১০টার সময় বাপের বাড়িতে গিয়েছিলাম দুপুরে বাড়িতে আাসি দোকানের সাথে বাসাবাড়ি দোকানের ভিতর দিয়ে নিজের ঘড়ে ডুকে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্তায় দেখতে পেয়ে স্থানীয় লোকেরা উদ্ধার করে দুপুর ২টার সমায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত ডাঃ চন্দনা রানী পাল প্রাথমিক দেখে বলেন আনার পূর্বে মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন বলেন পারিবারিক কলোহের
কারণে আত্মহত্যা করেছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন আত্মত্যাকারী মিজানুর রহমান কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।