চৌগাছা গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু

চৌগাছা (যশের) প্রতিনিধিঃ
চৌগাছায় ঘরের ভিতরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে দিনো কর্মকার (৫৫) আত্মহত্যা করেছেন। সে চৌগাছা উপজেলা নিরিবিলি পাড়ার বাসিন্দা এবং মৃত সুশিলের ছেলে দিনো কর্মকার।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিজ স্ত্রীর সাথে সর্বদা কলহ লেগেই থাকতো তার। তার সুত্র ধরে অভিমানে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে তিনি গলায় ফাস দেন। এ ঘটনার ১ঘন্টা পর পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুলফিকার তাকে মৃত ঘোষনা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।