চৌগাছা এক বৃদ্ধা আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
চৌগাছা মজিদপুর গ্রামের রশিয়া বেগম(৬৫) বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শুক্রবার ১৬ সেপ্টেম্বর) ভোর ৫ টায় আব্দুল কাদের স্ত্রী রশিয়া বেগম (৬৫) তিনি ৩ সন্তানের জননী নিজ বাড়ির পাশে গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছন। পরিবারের লোকজন বলেন তিনি স্টোক করেছিলেন মাথার সমস্যা ভুগছিলেন এই জন্য আত্মহত্যা করেছেন। চৌগাছা থানার উপ সহকারী পরিদর্শক এস আই বিপ্লব সরকার আত্মহত্যা হয়েছে সত্যতা নিশ্চিত করেছেন লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য ২৫০ সয্যা যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।