চৌগাছা উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেল চুরি

শ্যামল দত্ত চৌগাছা যশোর থেকে ঃ
যশোরের চৌগাছায় দিনে দুপুরে উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলায়) বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ আনসার ভিডিবি অফিসের সামনে
থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত রাহাত বাপ্পির নিজের হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল চুরি হয়েছে। যার রেজিস্ট্রশন নং JHENAIDAH-HA-15-3961। মোটরসাইকেল চুরি হওয়াতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চৌগাছা থানার তদন্ত ওসি মোটরসাইকেল চুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।