চৌগাছা অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতারণ করেন স্থানীয় এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ১৫ জন অস্বচ্ছল গরীব,অসহায় ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন (যশোর-২) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।
শনিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (যশোর-২) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। তিনি বলেন, তার নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জন অস্বচ্ছল গরীব,অসহায় ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়াও বক্তব্য রাখেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সওত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মান্নান,ফুলসারা ইউনিয়ন পরিষদের মেম্বার কবির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।