Type to search

চৌগাছা অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতারণ করেন স্থানীয় এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন

জাতীয়

চৌগাছা অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতারণ করেন স্থানীয় এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ১৫ জন অস্বচ্ছল গরীব,অসহায় ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন (যশোর-২) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।

শনিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (যশোর-২) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। তিনি বলেন, তার নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জন অস্বচ্ছল গরীব,অসহায় ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়াও বক্তব্য রাখেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সওত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মান্নান,ফুলসারা ইউনিয়ন পরিষদের মেম্বার কবির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।