চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মাধ্যমিক স্কুল পর্যায়ের আট দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টে কাটগড়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ের এই প্রতিযোগিতাটি চৌগাছা থানা ব্যাডমিন্টন কোর্টে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ছিল চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়, পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়ানী সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণপুর বাহারাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয় ও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ।
অন্যান্যের মধ্যে চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, চৌগাছা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল লিটন, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এইচএম ফিরোজ, ছাত্রলীগ নেতা আব্দুল করিম, রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.