Type to search

চৌগাছায় ৮ কেজি গাঁজাসহ দুই আটক

যশোর

চৌগাছায় ৮ কেজি গাঁজাসহ দুই আটক

শ্যামল দত্ত চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় গাঁজাসহ দুই স্কুল ছাত্রকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের তারনিবাস এলাকায় চৌগাছা-কদমতলা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে মহিলা কলেজ সামনে থেকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৭ কেজি ৯শ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার স্বরুপদহ ইউনিয়নের মাসিলা গ্রামের মৃত খোকা জাহাঙ্গীরের ছেলে নুর মোহাম্দ রাসেল (১৭) ও একই গ্রামের নুর ইসলামের ছেলে জনি হোসেন (১৮)। তারা দুই জনই মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।অভিজানের নেতৃত্ব দেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাস সবুজ সঙ্গে ছিলেন এস আই বিকাশ চন্দ্র রায়,মিজানুর রহমান।

এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে।