চৌগাছা (যশোর) থেকে
যশোরের চৌগাছায় অভিনবভাবে চিপসের ট্যাম্পুতে বহনের সময়ের ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার বিকেল চারটার দিকে চৌগাছা-যশোর সড়কের সরকারি কলেজের সামনে থেকে যশোর নিয়ে যাওয়ার পথে এই গাঁজা জব্দ করা হয়। এসময় চিহ্নত মাদক ব্যবসায়ী যশোর সদর উপজেলার শেখহাটি কলাবাগানপাড়ার মৃত লালু গাজীর ছেলে মিন্টু গাজী (৩৬) এবং একই উপজেলার ইছালী জগমোহনপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে রুহুল আমীন রেন্টুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল চারটার দিকে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজের সামনে একটি চিপস বহনের ট্যাম্পুতে অভিযান চালিয়ে একটি বস্তায় ভরা ৫কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি জানান তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন। সেই মামলায় গেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে। তিনি জানান গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.