শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ আশিকুল ইসলাম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলার পাশাপোল বাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিকুল ইসলাম হলেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আবু হানেফ মন্ডলের ছেলে।
পুলিশসুত্রে জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পাশাপোল ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫১ বোতল ফেন্সিডিল ও একটি লাল রঙ্গের (হিরো গ্লামার) মোটর সাইকেলসহ আশিকুল ইসলাম কে গ্রেফতার করে থানা পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.