শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় কপোতক্ষ নদেচ খাল, এতিমখানা মাদ্রাসা পুকুরে ৪৬৪ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (১৭ আগাষ্ট) সকাল ১০ সময় উপজেলার কপোতক্ষ নদ ধোপা ঘাট,হজরাখানা
টেংগুরপুর খালে,গরিবপুর মাদ্রাসা এতিম খানা পুকুর,আড়াতদাহ মাদ্রাসা এতিমখানা পুকুরে মোট ৪৬৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের কোন অবতার করার সময় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ, উপজেলা যুব অফিসার সুভাষচন্দ্র চক্রবর্তী, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান,শভৌক মিত্র সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অস্থি ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.