প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ১০:৫৯ পি.এম
চৌগাছায় ৪০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুন) উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাদপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার কোতয়ালী থানার বাগডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার ছেলে রিপন হোসেন মোল্লা (২৮) ও একই থানার চূড়ামনকাটি গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে গোলাম আজম (২০)।
পুলিশসুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে থানার উপ-পরিদর্শক এস আই বিপ্লব সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাদপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মহেশপুর থেকে চৌগাছাগামী রাস্তায় চাদপাড়া বাজারস্থ জনৈক মিন্টুর মিষ্টির দোকানের সামনে থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামী রিপন ও গোলাম আজমকে গ্রেফতার করে থানা পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.