
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ১০২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আল-মামুন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার টেঙ্গুরপুর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আল-মামুন উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের আবু জাফরের ছেলে।
পুলিশসুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক এস আই মেহেদী, এস আই বিপ্লব ও এএসআই কামাল সঙ্গীয় ফোর্সসহ পুড়াপাড়া টু চৌগাছা সড়কের টেঙ্গুরপুর মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় আন্দুলিয়া থেকে ছেড়ে আসা একটি লাল এপাচি মোটরসাইকেল টেঙ্গুরপুর মোড়ের মিন্টুর দোকানের সামনে এসে পৌঁছালে গাড়িটি গতিরোধ করে পুলিশ। এরপর আল মামুনের পিঠে থাকা ঝোলানো ব্যাগ তল্লাশি করে ১০২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় তার সাথে থাকা বড় আন্দুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে বাবুল ওরফে বাবু গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

