চৌগাছায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

শ্যামল দত্ত স্টাফরিপোটার (যশোর) চৌগাছাঃ যশোরের চৌগাছা পানের বরজ কর্তন মামলায় সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজে কে জিজ্ঞাসাবাদে ১০০ বোতল উদ্ধার করা হয়। গত কাল মঙ্গলবার রাতে ধুলিয়ানী ইউনিয়ানে সাহাজাদপুর গ্রামের আবাসন প্রকের বাড়ির পিছন বাঁশবাগান থেকে এই ফেনসিডিল উদ্ধার করা
হয়।তাকে মাদক দ্রব্য আইনে মামলা সহ ২টি মামলায় আটককৃত কে জেলহাজতে পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব জানায় মঙ্গলবার রাতে দশপািিখয়া ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন পানের বরজ কর্তন মামলায় আসামী সাবেকজ ইউপি সদস্য চৌগাছা থানায় হস্তান্ত করা হয়।