Type to search

চৌগাছায় ১হাজার ৭”শ কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ পেল

চৌগাছা

চৌগাছায় ১হাজার ৭”শ কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ পেল

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ

চৌগাচা ১হাজার ৭শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতারণ করা হয়েছে। ১৩ এপ্রিল রোজ বুধবার বেলা ১১ টার উপজেলা কৃষি পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,স্বগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি,উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রভাষ চন্দ্র গোস্বামী,প্রথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুরজ্জামান ,প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইসতিয়াক আহমেদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবতী ,স্বরুপদাহ ইুউপি চেয়ারম্যান নুরুল কদর,কৃষি সম্প্রষারণ অফিসার অসিম কুমার অধিকারী, উদিÍদ সংরক্ষণ অফিসার সামিম রেজা,উপ-সহকরী কৃষি অফিসার রাশেদুল,সাইফুল ইসলাম,তরিকুল ইসলাম,নাজমুল ইসলাম, সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান অনুষ্ঠান শেষে ১হাজার ৭০০ শত জন কৃষকের মাঝে সার ও বীজ বিতারণ করা হয়।আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ডিওপি সার ৩৪ টন ও এমওপি সার ১৭ টন এবং ৮৫০০ উন্নতমানের অধিক ফলনশীল ধানের বীজ বিতারণ করা হয়।