চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের যশোর বাসস্ট্যান্ডের আসল ঘোষ ডেয়ারীর মালিক সমর কুমার ঘোষের কাছ থেকে ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় হোটেলে অস্বাস্থ্যকার পরিবেশে মিষ্টি তৈরী, দই ও মিষ্টিতে ময়লা পাওয়াসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫৩ ধারায় হোটেল মালিক সমর কুমার ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের বিচারক নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অস্বাস্থকর পরিবেশে মিস্টি রাখা, তৈরিসহ নানা অপরাধে ভোক্তা অধিকার আইনে তাঁকে জরিমানা করা হয়। তিনি বলেন ইচ্ছামত ব্যবসা করে মানুষ ঠকালে চলবেনা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.