চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিতার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মহফিল

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইনের পিতা আত্মার মাগফেরাত কামনায়৷ আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা স্বেচছাসেবক লীগের অফিস চত্বরে সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের পিতা ও সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দল খালেক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, সদস্য ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর রুহুল আমিন, গোলাম মোস্তফা, সোহেল রানা উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শিমুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, যুবলীগ নেতা মিলন হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ম-আহবায়ক আকরামুল ইসলাম, রুবেল হোসেন, সাগর কুমারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।