চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে নৌকার প্রার্থী তুহিনের মতবিনিময়

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহরের মৃধাপাড়া মহিলা কলেজ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি বাদশাহ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা পৌর শাখার সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, প্রচার সম্পাদক নয়ন আহমেদ, পাশাপোল শাখার সভাপতি মেহেদী হাসান বাপ্পী, জগদীশপুর শাখার সাধারন সম্পাদক তাশিকুল ইসলাম, হাকিমপুর শাখার সভাপতি ও ইউপি সদস্য শামসুজ্জোহা শিপু, সম্পাদক মারুফ হাসান, স্বরুপদাহ শাখার সভাপতি শহিদুল্লাহ শহীদ, নারায়নপুর শাখার সাংগঠনিক সম্পাদক লাবলুর রহমান, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম, আরব আলী, মেহেদী হাসান মিন্টু প্রমুখ।