চৌগাছায় স্ত্রীর পরকীয়ার কারণে স্বামীর আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায়
স্ত্রীর পরকীয়ার কারণে সাতক্ষীরা আদি ঘোষ ডেয়ারী
স্বত্বাধিকার শ্রী রতন কুমার ঘোষ(৪৫) ঘাসপুড়া বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় নিহত রতন কুমার ঘোষ ঘাস পুড়া বিষ পান করেন পৌর এলাকায় পার বাজার কংশারীপুর নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে মৃত্যুবরণ করেন। তিনার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা খদ্যদিয়াড়া গ্রামের বাসিন্দা তিনার পিতার নাম মৃত চিত্তরঞ্জন ঘোষ। নিহতোর ভাই সুশান্ত ঘোষ
বলেন আমার ভাই এর স্ত্রী ববিতা ঘোষ (৩৩) দীর্ঘদিন
১ জনের সাথে পরকীয়া প্রেমে জড়িত আছে এই কারণে স্ত্রী দীর্ঘদিন বাক দ্বন্দ্ব করে আসছে। নিহত রতন কুমার ঘোষের ১ছেলে ১ মেয়ে ছেলেটি ৭ম শ্রেণীতে পড়ে ও মেয়ে ১ম শ্রেণিতে পরে। স্টোক করার কারণে স্ত্রী ববিতা ঘোষ তার নিরিবিলি পাড়ার জমি ও কংশারিপুর পাড়ায় ফ্লাট বাড়ি সহ জমি দলিল করে নেন। ব্যাংকিং টাকা সহ নগদ অর্থ তার কাজ থেকে লুট করে নেন এই কারণে সাতক্ষীরা আদী ঘোষ ডায়েরী স্বত্বা অধিকার রতন কুমার ঘোষ ঘাস পুড়া বিষ পান করে আত্মহত্যা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন ঘাস পুড়া বিষ পানে ১ জনের মৃত্যু হয়েছে সত্যতা নিশ্চিত করেন।