শ্যামল দত্ত, চৌগাছা
বর্তমান চৌগাছা উপজেলায় সারের কোনো সংকট নেই। পর্যপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সার নিয়ে কোন অস্থিরতা তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) উপজেলা সার ও বীজ মনিটারিং কমিটির মাসিক সভায় যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এসব কথা বলেন।
এদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিসিআইসি ডিলার সমিতির সভাপতি ইউনুচ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রমুখ।
সভায় সকল ডিলারকে খুচরা বিক্রয় মূল্য সম্বলিত লাল সালু ঝুলিয়ে রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় না করা, উত্তোলনকৃত সার স্ব স্ব ইউনিয়নের গুদামে পৌছানোর পর দায়িত্বরত কর্মকর্তাকে তাৎক্ষণিক অবহিত করা, সার প্রাপ্তি, মজুদ, বিক্রয় ও অন্যান্য রেজিস্টার হালনাগাদ রাখা, নিজ এলাকার বাইরে সার সরবরাহ না করা, ক্যাশমেমো ছাড়া সার বিক্রয় না করা, প্রতিদিনের রেজিস্টারের হাল নাগাদ তথ্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা, কৃত্রিম সংকট রোধে সচেতন থাকা, ভেজাল সার এবং মেয়াদ উত্তীর্ন বালাইনাশক বিক্রয় বা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করা, প্রতিমাসে বরাদ্দকৃত সার নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.