শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোর চৌগাছা সারা দেশের ন্যায় সাত দিন লকডাউন সার্বাত্বাক পালনের কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন সহ বি জি বির সদস্য ।এই সাত দিনে অতি জরুরি (ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা,চিকিৎসা,মৃতদেহ দফন/সৎকার ইত্যাদী) প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না।
সরকার কর্তৃক ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে সকাল থেকেই শহরের বিভিন্ন
সড়কের প্রবেশমুখে প্রহরার ব্যবস্থা করা হয়েছে।শহরের প্রবেশমুখের মোড়ে মোড়ে পুলিশ,আনছার গ্রাম পুলিশ ও স্বেচছাসেবকরা শহরের বিধি নিষেধ মেনে প্রবেশর ব্যবস্থা করা হয়। লকডাউনে বাস্তবায়নে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক,চৌগাছার থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম সবুজ,নেতৃত্ব ছিলেন তদন্ত ওসি গোলাম কিবরিয়া,এস আই মেহেদী হাসান,এস আই বিকাশ চন্দ্র সরকার, প্রকল্প অফিসার ইসতিয়াক আহমেদ , বি জি বি সদস্য সহ পুলিশ সদস্য ও আনছার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.