শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় সাপের দংশনে গনেশ মিশ্রে(৮০) এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সারে ৩টায় মুক্তদাহ গ্রামে মরজাদ বাওড়ের পাশে নিজ জমিতে কাজ করার সময় বিষধর সাপে
দংশন করে। নিহত গনেশ মিশ্র উপজেলার মুক্তদাহ গ্রামের মৃত্য কালিপদর ছেলে। উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের কাকা জানা যায় বিকালে নিজ ফসলী জমিতে কাজ করছিল। হঠাৎ বিষধর সাপে দংশন করে এবং ক্ষতস্থানে জ্বলতে থাকে বাড়ি এসে কাইকে কিছু না বলে নিজ ঘড়ে শুয়ে পরেন। সন্ধ্যা ৬ টায় গুরুতর অসুস্থ্য অনুভব করেন পরিবারের লোকজন সন্ধ্যা সারে ৬ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লিক্স আনলে জরুরী বিভাগের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষার পরে কর্তব্যরত ডাক্তার বলেন আনার পূর্বে মৃত হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সাপে দংশন করে ১ বৃদ্ধর মৃত্যু হয়েছে সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.