চৌগাছায় সরকারি জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন অভিযোগে জেল ও এক্সমিটার জব্দ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সরকার জায়গা থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগে শাকিল ইসলামের (২৪) ১৫ দিনের জেল ও এক্সমিটার জব্দ করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩ টার সমায় হোগল ডাঙ্গা সরকারি পুকুর থেকে এক্সমিটার দিয়ে অবৈধ বালী উত্তোলন করছিল। এর অপরাধী নারায়ণপুর ইউনিয়নে মাঙ্গির পাঠার হাসেম
পাঠানের ছেলে শাকিল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল ও এক্সমিটার জব্দ করেন এক্সউটি ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, নারায়ণপুর ইউনিয়ন নায়েব আব্দুর রাজ্জাক, ভূমি অফিসের প্রেসকার অলক বিশ্বাস।