Type to search

চৌগাছায় শোক দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটির সভা

চৌগাছা

চৌগাছায় শোক দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটির সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই দুটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা প্রেসক্লাব সভাপতি জিয়াউর রহমান রিন্টু প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।